প্রকাশিত: Sun, Oct 22, 2023 9:06 PM
আপডেট: Tue, Jan 27, 2026 3:02 PM

[১]বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলে সরকারের কিছু বলার নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আনিস তপন : [২] রোববার সচিবালয়ে মার্বিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

[৩] তিনি বলেন, আগামী ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ উপলক্ষে সরকার ঢাকার প্রবশ পথগুলো বন্ধ করবে কিনা, এটা আমার কাছে জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

[৪] জবাবে তাকে জানিয়েছি, ওই ধরনের কোনো পরিকল্পনা সরকারের নেই। মনে করছি, বিএনপি যে রাজনৈতিক এজেন্ডা দিয়েছেন, তারা সেটা শান্তিপূর্ণভাবে করবেন। কর্মসূচি যদি শান্তিপূর্ণভাবে পালন করে, তবে সরকারের কিছু বলার নেই।

[৫] এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।

[৬] স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাক্ষাৎকালে পিটার হাস জানতে চেয়েছেন বিএনপি যে একটি বিরাট কর্মসূচি দিয়েছে, সেখানে অনেক লোক নিয়ে আসবে, তোমরা রাস্তাঘাট বন্ধ করে দেবে কি না, কিংবা তোমরা অন্য কিছু করবে কি না? সম্পাদনা: তারিক আল বান্না